সাতক্ষীরা প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরায় সুন্দরবন উপকূলের সীমান্তবাসীর সুপেয় পানি এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ে নীল ডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজিব’র সভাপতিত্ব সুপেয় পানির প্লান্ট এবং চিকিৎসা সেবার উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।
এ সময় ৮০ জন অসচ্ছল পরিবার সহায়তা দেওয়া হয়। এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম ১২০ জন রোগাক্রান্তদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নওফেল মাহমুদ, ব্রিগেডিয়ার সোহরাব হোসেন ভূঁইয়া, মো. শরিফুল ইসলাম, যশোর রিজিওনাল কমান্ডার মো. ইয়াসির জাহান হোসেন, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় ভূমিকা রাখবেন তাই নয়, সীমান্তবাসীর সেবায় সাধ্যমতো ভূমিকা রাখতে সচেষ্ট থাকবেন। লবণাক্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে সুপেয় পানির প্লান্ট অনেক উপকারে আসবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের সেবায় বিজিবি দেশবাসীকে সাথে নিয়ে সবসময় কাজ করে যাবে।
এছাড়া উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মুনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ।
উপকূলবাসী এই সকল সেবা পেয়ে তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available