খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসাইনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে কুমারখালী শহরের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


কুমারখালী পৌর জামায়াতের আমির ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসাইন।
আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সরকারি সেক্রেটারি সোহরাব উদ্দিন, জেলা ওলাম বিভাগের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী, কুমারখালী উপজেলা আমীর আফতাব উদ্দিন মাস্টার, খোকসা উপজেলা আমীর নজরুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় সহকারী কলেজ কার্যক্রম সম্পাদক ইমরান হোসেনসহ প্রমূখ।
প্রধান অতীত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন কুমারখালীর তাত শিল্পকে উন্নত করে আবার পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। কুমারখালী ও খোকসা উপজেলায় দুইটা পৃথক ভবন প্রেসক্লাবের ভবন তৈরি করে দেয়া হবে। মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স থাকা হবে সর্বদা এ বিষয়ে কারো সাথে কোন আপোষ করা হবে না ।
এছাড়া তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে অন্য ধর্মাবলম্বীদের সাথে কোন বিরূপ আচরণ করা হবে না তারাও সুখে শান্তিতে থাকতে পারবে ইসলামে যেমন তাদেরকে অধিকার প্রদান করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি লিপু খন্দকার, দৈনিক নয়া দিগন্তর মাল্টিমিডিয়া প্রতিনিধি ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, জি টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি কাজী সাইফুল ইসলাম, বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, দৈনিক জনকণ্ঠ ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পুলক সরকার, দৈনিক ভোরের ডাকের কুমারখালী উপজেলা প্রতিনিধ মোশারফ হোসেন ও সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available