• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ বিকাল ০৩:২৬:০৭ (09-Nov-2025)
  • - ৩৩° সে:

শীতের আগমনী বার্তায় সরগরম সবজি ক্ষেত

৯ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫২:৫২

সংবাদ ছবি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: শীতের আগমনী বার্তায় সরগরম হয়ে উঠেছে কুষ্টিয়ার কৃষিপ্রধান উপজেলা খোকসা পৌর এলাকার পাতেলডাঙি, মোড়াগাছা, জানিপুর, শিমুলিয়া, ওসমানপুর ও আমবাড়িয়া ইউনিয়নের মাঠে মাঠে শীতকালীন শাকসবজির চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

Ad

ইতোমধ্যে আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, মূলা, লালশাক, করলা, শসা, লাউ, সিম, টমেটো ও বেগুনসহ বিভিন্ন দেশি সবজি বাজারে উঠতে শুরু করেছে।

Ad
Ad

কৃষকরা জানান, এ বছর আগাম সবজির ফলন ভালো হওয়ায় পাইকাররা সরাসরি মাঠ থেকে সবজি কিনে নিচ্ছেন। এতে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে শিম, মিষ্টিকুমড়া, করলা, বেগুন, টমেটো, লাউ, মরিচ, আদা ও ঢেঁড়সসহ বিভিন্ন শীতকালীন সবজির আবাদ হয়েছে। তবে সাম্প্রতিক দমকা হাওয়া ও বৃষ্টিতে রোপা আমন ধান ও কিছু সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকেরা পরিচর্যার মাধ্যমে ক্ষতি কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলায় এখন পর্যন্ত প্রায় ২৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ সম্পন্ন হয়েছে। ধীরে ধীরে আবাদ আরও বাড়বে প্রায় তিনগুণ । নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষি বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

কৃষকদের ভাষ্যে, কম সময়ে বেশি লাভ ও নগদ অর্থপ্রাপ্তির কারণে সবজি চাষে আগ্রহ বেড়েছে। তবে সার সংকট ও অনুকূল আবহাওয়ার অভাবে ফলন কিছুটা ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন তারা।

পৌর এলাকার উপজেলার কৃষক হরেন্দ্রনাথ বলেন, ‘দুই বিঘা জমিতে বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষ করেছি। বর্তমানে বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে।’

শিমুলিয়া ইউনিয়নের রফিকুল ইসলাম বলেন, ‘মাঝে মাঝে সারের সংকটে পড়তে হয়, যা কৃষকদের জন্য বড় প্রতিবন্ধকতা। সরকারের উচিত সময়মতো পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা।’

জানিপুর ইউনিয়নের কৃষক রুবেল হোসেন জানান, ‘কয়েক বছর ধরে আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও মুলা চাষ করছি। এ বছরও মৌসুমের আগেই ভালো দামে বিক্রির আশা করছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান এশিয়ান টিভিকে বলেন, ‘কৃষি বিভাগের লোকজনের নিয়মিত মনিটরিংয়ে আধুনিক পদ্ধতির ব্যবহার বেড়েছে। আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে উৎপাদন বাড়ায় কৃষকদের মুনাফাও বেড়েছে কয়েকগুণ। চাষিরা এখন বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের সবজি চাষাবাদ করে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে বলেও জানান তিনি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন
৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৫৬:১৯

সংবাদ ছবি
ফকিরহাটে বাসের চাপায় শিশু শ্রমিক নিহত
৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৩৮:০৭



সংবাদ ছবি
শীতের আগমনী বার্তায় সরগরম সবজি ক্ষেত
৯ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫২:৫২




Follow Us