• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ বিকাল ০৫:১৪:১৩ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

খোকসায় জাতীয় পতাকা বিক্রির ধুম

১৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪০:৪৯

সংবাদ ছবি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়া-মহল্লা, অলি-গলিতে ঘুরে পতাকা বিক্রি করছেন মৌসুমি পতাকা বিক্রেতা। বিভিন্ন জেলা থেকে আসা পতাকা বিক্রেতারা শহর ঘুরে পতাকা বিক্রি করছেন।

Ad

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির ছাদ, বারান্দা, বেলকনি, গাড়ি, রিকশা, এমনকি সাইকেলের সামনে দুলছে লাল-সবুজের পতাকা। ফেরি করে এসব পতাকা বিক্রি করছেন বিক্রেতারা।

Ad
Ad

কথা হয় মানিকগঞ্জ থেকে আসা মৌসুমি পতাকা বিক্রেতা মো. উজ্জ্বল হোসেনের (৩০) সঙ্গে। তিনি বলেন, ‘বছরের অন্য সময় যখন যে কাজ পাই তখন সেই কাজ করি। এইটা বিজয়ের মাস। এ মাসে সবাই পতাকা কেনে, ব্যবসাও ভালো হয়। তাই এ মাসে পতাকা বিক্রি করি।’

আরেক পতাকা বিক্রেতা সাবু শেখ (৪০)। তিনি সাভার থেকে এসেছেন। গতবছর পতাকা বিক্রি করেছেন সিলেটে।

তিনি জানান, পেশায় তিনি মাছ বিক্রেতা। কিন্তু প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরে নতুন জাতীয় পতাকা বিক্রি করতে বেরিয়ে পড়েন। এতে তার আয় হয়, তেমনি নতুন নতুন এলাকা দেখা হয়।

পাঁচজনের একটি দল নিয়ে পতাকা বিক্রি করতে এসেছেন খুলনার আলিম মাতুব্বর (৪৫)। তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তার মতো কমপক্ষে ২০টি দল এসেছে। যাদের প্রত্যেকের দলে কমপক্ষে পাঁচজন করে সদস্য রয়েছেন। গতবছর তারা থাকা-খাওয়া সব খরচ বাদ দিয়ে সাতদিনে পতাকা বিক্রি করে একেকজন ২০ হাজার টাকা করে ভাগে পেয়েছিলেন। এবার যেহেতু নতুন প্রেক্ষাপট, তাই পতাকা বেশি বিক্রি হবে বলে জানান তিনি।

খোকসায় বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছে শিশু সীমান্ত। সে কপালে বাঁধার জন্য ৪০ টাকা দিয়ে দুটি পতাকা কেনে। একটি নিজে মাথায় বেঁধে অন্যটি বন্ধুকে দেয় কপালে বাঁধতে।

কয়েকজন বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আকারভেদে ১০, ২০ এমনকি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে একেকটি পতাকা। কাগজের ছোট পতাকাসহ বিভিন্ন সাইজের পতাকাও বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
১৫ ডিসেম্বর: রাঙ্গুনিয়ার স্বাধীনতার গল্প
১৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৩:১৪

সংবাদ ছবি
সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার
১৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৮:৪০

সংবাদ ছবি
খোকসায় জাতীয় পতাকা বিক্রির ধুম
১৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪০:৪৯





Follow Us