• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:২০:৪৫ (11-Oct-2025)
  • - ৩৩° সে:

স্ত্রীর দায়ের করা মামলায় ইউপি সচিব আটক

১১ অক্টোবর ২০২৫ সকাল ১০:০২:৩৪

সংবাদ ছবি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় ইউনিয়ন পরিষদের সচিব জাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

১০ অক্টোবর শুক্রবার সকালে তার নিজ বাড়ি আমবাড়িয়া গ্রাম থেকে গোপগ্রাম ইউনিয়নের পরিষদের সচিব মো. জাহিদকে গ্রেফতার করা হয়। সে একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। জাহিদ গোপগ্রাম ইউনিয়নর পরিষদের সচিব।

Ad
Ad

স্ত্রী মোছা. ঝুমুর খাতুন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোকসা থানায় একটি মামলা করেন। মামলার বাদীর দুটি শিশু কন্যা সন্তান রয়েছে।

Ad

বাদীর এজাহার ও পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে জাহিদ হাসান তার স্ত্রী ঝুমুর খাতুনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। গত ৮ অক্টোবর বৃহস্পতিবার স্বামীর পরকীয়ার বিষয়ে কথা বললে দুই সন্তানের মা ঝুমুরের উপর হামলা করে জাহিদ। এক পর্যাযে ঝুমুর জ্ঞান হারালে সন্তানসহ ঘরে আটকে রেখে চলে যায়। কয়েক ঘণ্টা পর জ্ঞান ফিরলে পরিবারের লোকদের ফোনে জানায়। তারা এসে ঝুমুরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করান। এ ঘটনায় ঝুমুর খাতুন বাদী হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেন।

অভিযোগে আরও বলা হয়, তাদের ৮ ও ৫ বছর বয়সী দুটি শিশু কন্যা সন্তান রয়েছে। তাদেরও নির্যাতন করেন জাহিদ হাসান।

বাদীর ভাই আবু তাহের বলেন, ১০ বছর আগে পারিবারিকভাবে জাহিদ হাসানের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার বোনের উপর জাহিদ হাসান অমানবিক নির্যাতন করে আসছে। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সালিশী বৈঠক হয়েছে। কয়েক দফায় নগদ টাকাসহ টেলিভিশন, ফ্রিজ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের চাকরির সুবাদে জাহিদ অন্য নারীতে আসক্ত হয়ে পড়েছেন। পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ার বিষয়ে প্রতিবাদ করায় তার বোন ঝুমুরের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। তার বোন চরম অসুস্থ থাকায় কারো সাথে কথা বলতে পারছেন না।

নারী ও শিশু নির্যাতন মামলার একমাত্র আসামী জাহিদ পুলিশের হেফাজতে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তার বাবা আব্দুস সোবাহানের সাথে কথা বলার জন্য মুঠো ফোনে কলা করা হলেও তিনি ফোন ধরেননি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজু জানান, মামলার রেকর্ডের কয়েক ঘণ্টার মধ্যে একমাত্র আসামীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বন্দরে জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৪:২৪



সংবাদ ছবি
১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব
১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭:৪০


সংবাদ ছবি
বাগেরহাটে ২ মাদক কারবারি গ্রেফতার
১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৮:১৭






Follow Us