• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:২৫:৪৯ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

খোকসায় আমন চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

২৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৪৪

সংবাদ ছবি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমের ছয় জেলা নিয়ে গঠিত যশোর কৃষি অঞ্চল। এসব জেলার মধ্যে রয়েছে যশোর, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ। শুরুতে টানা বৃষ্টির কারণে ধানের কিছুটা ক্ষতি হলেও কুষ্টিয়ার খোকসায়  আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া ভালো থাকায় এবার ফলনও ভালো হবে। ধানের ভালো দাম পাওয়ায় আমন চাষে কৃষকের আগ্রহের কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।

কৃষি বিভাগের তথ্য বলছে, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৮টি ব্লকে চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭৩৯ হেক্টর জমিতে। কিন্তু চলতি বছর ৬ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হেক্টর বেশি।  এর মধ্যে হাইব্রিড জাতের ধান, উফশী এবং স্থানীয় জাতের ধান চাষ করা হয়েছে।

Ad
Ad

উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের কৃষক মোকাররম হোসেন বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমন ধানের আবাদ করছি। চার বিঘা জমিতে হাইব্রিড জাতের ধানের চারা রোপণ করেছি। ধানের বাম্পার ফলনের আশা করছি।'

Ad

অন্য আরেক কৃষক সামসুল আলম বলেন, ‘কৃষি অফিস থেকে বিনামূল্যে হাইব্রিড ও উফশী জাতের বীজ এবং রাসায়নিক সার পেয়েছি। এতে বীজতলায় চারা খুব ভালো হয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান এশিয়ান টিভিকে জানান, কৃষকদের উন্নত প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণও দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। এছাড়াও ক্ষতির হাত থেকে বাঁচাতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:২৯


সংবাদ ছবি
বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:২৩


সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬
৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:০৬




Follow Us