রাঙ্গামাটি প্রতিনিধি: ভারি বৃষ্টিপাত, পাহাড়ি ঢলের পানি ধেয়ে আসায় ফের বিপৎসীমার ওপরে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা। ফলে বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে লেকের পানির উচ্চতা ছিল ১০৮.৪৬ ফুট এমএসএল। অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে রাখা হয়েছে।
এর আগে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
এ ছাড়া, কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি নদীতে অপসারিত হচ্ছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৮৬ ফুট মিনস সি লেভেল (এমএসএল)। হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available