কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ছিনতাইকারীর কবলে পড়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ সর্বস্ব খুইয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক নারী কারারক্ষী।

৭ জানুয়ারি বুধবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জের মুজাহিদ নগর আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।


জানা যায়, ভুক্তভোগী নারী কারারক্ষীর নাম সাথী আক্তার। তিনি বর্তমানে কারা অভ্যন্তরে স্টাফ কোয়ার্টারে পরিবারসহ বসবাস করছেন। ভোর সোয়া ছয়টার দিকে ডিউটির উদ্দেশ্যে কেন্দ্রীয় কারাগার থেকে সিএনজি অটোরিকশাযোগে শ্যামলী মানসিক হাসপাতালে মহিলা আসামি নিরাপত্তা ডিউটিতে যাচ্ছিলেন।
পথে ঢাকামুখী লেনে মুজাহিদ নগর আন্ডারপাস এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তার সিএনজির গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সময় তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তিনি বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ আকারে দায়ের করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান,‘অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available