কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্ত্বর এলাকায় রাতের অন্ধকারে পেট্রোল পাম্পে গাড়ি যাতায়াতের সুবিধার্থে সড়কের ডিভাইডার কেটে ইউলুপ তৈরি করা হয়েছে। এতে করে সড়কে যানজট বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এর আগেও পাম্পটি তৈরি করার সময় সড়ক বিভাগের কোনরকম অনুমোদন ছাড়া রাস্তার ফুটপাত কেটে পাম্পে গাড়ি প্রবেশের রাস্তা তৈরি করা হয়েছে।

সরজমিনে কদমতলী এলাকায় গিয়ে দেখা গেছে, কদমতলী গোল চত্বর থেকে ঢাকা নবাবগঞ্জ মহাসড়কে প্রবেশ মুখে যানবাহন চলাচলের জন্য একটা ইউলুপ রেখেছে সড়ক ও জনপদ বিভাগ। এর ঠিক ২০ গজ দূরেই পাম্প থেকে তেল নিয়ে ঢাকা নবাবগঞ্জ সড়কে প্রবেশ করতে পাম্প কর্তৃপক্ষ নিজেদের সুবিধার্থে সড়কের ডিভাইডার কেটে আরও একটি ইউলুপ তৈরি করেছে।


নাম প্রকাশে অনিচ্ছুক পাম্পের এক কর্মচারী জানান, আমাদের মালিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারসহ রোডস এন্ড হাইওয়ের কাছ থেকে অনুমোদন নিয়ে রাস্তায় ডিভাইডার কেটেছে।
তবে রোড সড়ক কাটার বিষয়টি অস্বীকার করে তানাকা ফিলিং স্টেশন এর মালিক মহিউদ্দিন মাহিন বলেন, সড়কের ডিভাইডার কেটে আমি কোন রাস্তা তৈরি করিনি। কারা করেছে কি স্বার্থে করেছে এটাও আমার জানা নেই।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের ঢাকা জেলার উপবিভাগীয় প্রকৌশলী মমিনুল ইসলাম জানান, আমাদের কাছ থেকে কোন প্রকার অনুমোদন না নিয়েই রাতের আধারে সড়কের ডিভাইডার কেটে ইউলুপ তৈরি করা হয়েছে। বিষয়টি জানতে পেরে ঢাকা জেলা সড়ক বিভাগের পক্ষ থেকে কর্মচারী পাঠিয়ে সরজমিন পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হয়েছে। খুব দ্রুতই এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে এবং কোন প্রকার অনুমোদন ছাড়া পাম্প কর্তৃপক্ষ কিভাবে ডিভাইডার কেটে ইউলুপ তৈরি করেছেন এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে।
ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিকের ইন্সপেক্টর (প্রশাসন) মোহাম্মদ শাহিদুল আলম জানান, রাতের আঁধারে কারা সড়কের ডিভাইডার কেটে তৈরি করেছে বিষয়টি আমার জানা নেই উপজেলা প্রশাসন এবং সড়ক বিভাগের অনুমোদন ছাড়া রাস্তা কাটা অপরাধ। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুতি ব্যবস্থা নিব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available