রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় স্ত্রীকে তালাক দিয়ে দুধে গোসল করেছেন জুয়েল রানা নামের এক যুবক।

১৬ নভেম্বর রোববার উপজেলার মাছপাড়া ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল রানা ওই গ্রামের মো. সোলেমান শেখের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে প্রায় ৪ বছর আগে একই ইউনিয়নের গাড়াল গ্রামের বাবর আলীর মেয়ে চৈতি খাতুনকে বিয়ে করেন জুয়েল রানা। দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান হয় তাদের। বিয়ের পর জীবিকার তাগিদে সিঙ্গাপুরে পারী জমান জুয়েল রানা।
প্রবাসে থাকাকালীন সময়ে স্ত্রী চৈতি খাতুনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে একাধিকবার স্বামী-স্ত্রীর মাঝে বিরোধও তৈরি হয়। পরে গত ১২ নভেম্বর জুয়েল রানা দেশে ফেরেন এবং ১৬ নভেম্বর স্ত্রীকে তালাক দেন।
স্ত্রীকে তালাকের পর তিনি এক মণ দুধ দিয়ে গোসল করেন এবং সেই গোসলের ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন।
ফেসবুকে দেওয়া ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন— “আলহামদুলিল্লাহ সবই আল্লাহ তাআলার ইচ্ছা লেখার অনেক কিছুই ছিল কিন্তু লিখলাম না শুধু মনের মধ্যেই রেখে দিলাম। জীবনের একটি কালো অধ্যায় শেষ করলাম আল্লাহতালা যেন আমার সামনের দিনগুলো সহজ করে দেয় এবং কঠিন মোকাবেলা করার তৌফিক দান করেন, আমিন। জীবনের ছোট্ট একটু ভুল সিদ্ধান্তের কারণে এতদিন ভুলের খেসারত দিতে হয়েছে, আল্লাহর রহমতে এখন সেই সমাধান করে ফেলেছে আল্লাহতালা নিজেই।”
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দুধ দিয়ে গোসল করা জুলের রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available