• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই পৌষ ১৪৩২ দুপুর ০২:০৫:৩৯ (27-Dec-2025)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৩

২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৬:৩১

সংবাদ ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনা দুইজন আহত হয়েছেন।

Ad

২৭ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত দুই ভাই-বোন হলেন, যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও মেয়ে বিউটি বেগম (৩০)। নিহত অপর ব্যক্তি হলেন একই জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে নিশান উল্লাহ (২৩)। আহত দুইজনের নাম পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, আজ ২৭ ডিসেম্বর শনিবার সকালে খুলনার দিক থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। এতে ৫ জন যাত্রী ছিলেন। হাজী অ্যাম্বুলেন্স সার্ভিস নামের ওই অ্যাম্বুলেন্সটি মনসুরাবাদ এলাকায় এলে ঢাকার দিক থেকে খুলনার দিকে যাচ্ছিল একটি বড় ট্রাক। পরে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন এবং আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাক রেখে ট্রাকচালক পালিয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় পলাতক ট্রাক চালককে আইনের আওতায় আনার চেষ্টা করছি। দুর্ঘটনা কবলিতে অ্যাম্বুলেন্স ও ট্রাক হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ
২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৫২:২৯



সংবাদ ছবি
টস জিতে রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ে ঢাকা
২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:১৪:৫২



সংবাদ ছবি
আরও ১৫ লাখ কর্মী নেবে সৌদি আরব ও আমিরাত
২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩১:২৯


Follow Us