সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এতে প্রান্তিক মানুষের জীবনমান উন্নত হবে এবং সমগ্র দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে।
২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদরপুর উপজেলার কাঠপট্টি এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদুল ইসলাম বাবুল বলেন, নির্বাচন মানেই একটি বড় চ্যালেঞ্জ। দীর্ঘ স্বৈরশাসনের পরে আজ মানুষ মুক্ত চিন্তার পরিবেশ ফিরে পেয়েছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, যেখানে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
তিনি আরও বলেন, আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি। আমাদের লক্ষ্য দেশব্যাপী শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা। এই নীতিই জনগণকে আবারও ধানের শীষের পক্ষে ফিরে আসতে উদ্বুদ্ধ করবে।
শহীদুল ইসলাম বাবুল বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিএনপির অগ্রাধিকার তালিকার শীর্ষে থাকবে। আমরা বিশ্বাস করি, একটি টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।
মতবিনিময় অনুষ্ঠানে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক কে এম আবু সায়িদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ান টেলিভিশনের তানভীর তুহিন, বাংলা টিভির মো. নুরুল ইসলাম, দৈনিক ইনকিলাবের কবির হোসাইন, আমাদের সময়ের প্রভাত কুমার সাহা, দ্যা ডেইলী সানের সাইদুর রহমান লাবলু, সমকালের সাব্বির হাসান, মানবজমিনের শিমুল তালুকদার, দৈনিক কালবেলার মিজানুর রহমান, আনন্দ টিভির রাকিবুল ইসলাম, চ্যানেল এস এর তোফাজ্জেল হোসেন টিটু, ভোরের ডাকের আবুল বাসার মিয়া, দৈনিক চৌকসের জাহিদ হাসান স্বজল, সকালের সময়ের রানা অর্নব প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available