• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই আশ্বিন ১৪৩২ রাত ১০:৪৪:১৩ (02-Oct-2025)
  • - ৩৩° সে:

মেসিডোনিয়া সড়ক দূর্ঘটনা নিহত রাজিবের দাফন সম্পন্ন

২ অক্টোবর ২০২৫ রাত ০৯:০৭:৩০

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার,ফরিদপুর : ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা নিহত রাজিবের মৃতদেহ ২০ দিনপর নানা জটিলতা পেরিয়ে বাড়িতে পৌঁছাছে। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতীর্ণ হয় ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামে।

পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুদের আহাজারি আর কান্নার রোলে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। মৃতদেহ নিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়ির আঙ্গিনায় পৌঁছালে শোকে বিহ্বল মা মমতাজ বেগম আছড়ে পড়েন একমাত্র  ছেলের কফিনের উপর। তার আহাজারিতে শোকের ছায়া নেমে আসে এলাকাটিতে।

Ad
Ad

গত ১২ সেপ্টেম্বর ইউরোপের  নর্থ মেসিডোনিয়ায় মর্মান্তিক  সড়ক দূর্ঘটনা নিহত হন রাজিব।রাজিব শিকদার পৌরসভার ছোলনা গ্রামের আতিয়ার রহমান শিকদার এর মেঝ ছেলে।

Ad

পিতার দুই সংসার, তাই মাকে নিয়ে পার্শ্ববর্তী গুনবহাতে থাকতেন রাজিব। অন্য ঘরে আরও দু ভাই থাকলেও, মায়ের একমাত্র সন্তান ছিলেন রাজিব। নিহত রাজিব চারমাস আগে বৃদ্ধ পিতা-মাতা ও অস্বচ্ছল পরিবারের মুখে সাচ্ছন্দ ফিরিয়ে আনতে ওয়াল্ডার ভিসায় পাড়ি জমিয়েছিল ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায়। সেখানেই কাজে যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশীসহ নিহত হন রাজিব শিকদার।

নানা জটিলাতা পেরিয়ে বৃহস্পতিবার ২ অক্টোবর সকালে  দেশে পৌঁছায় তার মৃতদেহ। পরে পৌরসভার ছোলনা সালামিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে ছোলনা পৌরকেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার নামাজে জানাজায় ইমামতি করেন ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি বিভাগের প্রফেসর মাওলানা আব্দুল জব্বার।

জানাজায় উপস্থিত ছিলেন সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, ড. প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্যা, জুলাই বিপ্লবী হাসিবুর রহমান অপু ঠাকুর, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ
২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৫৩






Follow Us