ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

২ নভেম্বর রোববার বিকেল ৪টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন ঢাল, শরকি, টেঁটা, কালি, কাতরা এবং ইট-পাথরসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়। অনেকেই মাথায় হেলমেট পরে সংঘর্ষে অংশ নেন।


সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ যুবায়ের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের অনুসারীদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সালিশ বৈঠকেও বিরোধ মীমাংসা না হওয়ায় রোববার বিকেলে ফের বৈঠক বসে। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় বহু ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও পর্যাপ্ত জনবল না থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারেনি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘সংঘর্ষে উভয় পক্ষই বেপরোয়া হয়ে ওঠায় স্থানীয় পুলিশ সদস্যদের পক্ষে একা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে জেলা পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়।’
বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available