• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৪:২৫:০৩ (14-Oct-2025)
  • - ৩৩° সে:

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মার চরে জমজমাট ইলিশের বাজার

১৪ অক্টোবর ২০২৫ দুপুর ০১:২৭:৪৩

সংবাদ ছবি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকলেও ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীর চরে বসছে ইলিশের অস্থায়ী বাজার। নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসনের দুর্বলতা ও নজরদারির অভাবে প্রতিদিনই এ বাজার থেকে পাচার হচ্ছে বিপুল পরিমাণ মা ইলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢেউখালী ইউনিয়নের মুন্সীরচরের মোল্লাকান্দি ঘাট এলাকায় প্রতিদিন ভোর ও সন্ধ্যায় বসছে এ অবৈধ মাছের হাট। জেলেরা নিষিদ্ধ সময়ে মাছ শিকার করে তা এই বাজারে এনে বিক্রি করেন। পরবর্তীতে চোরাই পথে ইলিশ সরবরাহ করা হয় জেলার বিভিন্ন স্থানে। পার্শ্ববর্তী মাদারীপুর জেলার শিবচরের কাজীরসুরা চর এলাকাতেও এ মাছ সরবরাহ হয়ে থাকে।

Ad
Ad

জানা যায়, বাজারটির নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় প্রভাবশালী দুই ব্যক্তি আক্কাস ও কুদ্দুস। এ ব্যাপারে কুদ্দুসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Ad

তবে ক্রেতা পরিচয়ে আক্কাসের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, ১০-২০ কেজি ইলিশ দেয়া যাবে। মাছ নিতে চাইলে মোল্লাকান্দি ঘাটে আসতে হবে। প্রশাসনিক তৎপরতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই এলাকায় প্রশাসন আসে না। এখান থেকে মাছ নিতে কোনো ঝুঁকি নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞার সময় এই ধরনের অবৈধ বাজার বসে আসছে। প্রতিদিন ভোর ও সন্ধ্যায় এই বাজারে চলে ইলিশ বেচাকেনা। বাইক ও নৌকায় করে গোপনে এসব মাছ পাচার করা হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়।

এ প্রসঙ্গে সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান জানান, আমাদের জনবল সংকট রয়েছে। অভিযানের জন্য প্রয়োজনীয় নৌযানও নেই। তাছাড়া ঐ এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসনের সহযোগিতা ছাড়া সেখানে কার্যকর অভিযান চালানো সম্ভব নয়। আমরা শীঘ্রই প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, পদ্মার চরে ইলিশ বিক্রির বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এটি গুরুত্ব সহকারে দেখছি। মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। ইলিশ সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ ধরা, পরিবহন, মজুত, বিক্রি ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে মাঠপর্যায়ে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নানা অনিয়ম ও গাফিলতি জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
হবিগঞ্জে হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন
১৪ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৪৭:৩০




Follow Us