আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাজাসহ এক যুবদল নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া–ব্রাহ্মণবাড়িয়া সড়কের তিতাস ব্রিজ এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন—আখাউড়া পৌরসভার তারাগন গ্রামের কামরুল হাসান (৪০) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের গোলাম রাব্বি (২৫)। গ্রেপ্তার কামরুল হাসান আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।


আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের গোপন খবর পেয়ে তিতাস ব্রিজ এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ১৮টি পুটলায় মোড়ানো ৩৬ কেজি গাজা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেফতার করা হয় এবং গাড়িটিও জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, “মাসখানেক আগেও কামরুল হাসানকে গাজাসহ গ্রেফতার করা হয়েছিল। তিনি পেশাদার মাদক কারবারি।” তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজই আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available