• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:২২:২৮ (12-Dec-2025)
  • - ৩৩° সে:

আখাউড়ায় ২৪ ঘণ্টার মধ্যে রাজনৈতিক প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ

১২ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৭:৫৮

সংবাদ ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসন।

Ad

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পরপরই আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তা তাপসী রাবেয়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপজেলার সর্বত্র থাকা রাজনৈতিক ব্যানার, ফেস্টুন, স্টিকার ও গেইটসহ সকল ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দেন।

Ad
Ad

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

সভায় তিনি বলেন, ‘তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচন আচরণবিধি কার্যকর হয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সকল ধরনের রাজনৈতিক প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা রিটার্নিং কর্মকর্তা শাহরিয়ার কবীর, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম, দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আয়েত আলী ভূঁইয়া, উত্তর ইউনিয়নের প্রশাসক ও একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতিনিধিদের নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
এক মাসে আরও ২৭৩৮ রোহিঙ্গার অনুপ্রবেশ
১২ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২২:০৭











Follow Us