ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

আগামী ২২ জানুয়ারির মধ্যে তাঁকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


১৮ জানুয়ারি রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত এক নোটিশে এ আদেশ দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১৭ জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে রুমিন ফারহানা একটি বড় মঞ্চ নির্মাণ করে প্রায় ৫০০ লোকের উপস্থিতিতে নির্বাচনি জনসভা করেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এ ধরনের সমাবেশ নিষিদ্ধ থাকায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তা বন্ধের নির্দেশ দেন।
অভিযোগে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধে বাধা দিলে রুমিন ফারহানা তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তিনি হুমকিসূচক বক্তব্য দেন, “আমি যদি না বলি, এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাখবেন। আজ আমি আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।”
এ সময় তার সমর্থকেরাও ম্যাজিস্ট্রেটের প্রতি মারমুখী আচরণ করে উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি করেন, যা বিচারিক কাজে বাধা হিসেবে বিবেচিত হয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা জুনায়েদ আল হাবীব। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি ইতোমধ্যে রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে।
এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available