জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রাতের আধারে কৃষকের জমিতে কেটে রাখা ধান চুরির অভিযোগ উঠেছে। কৃষক ক্ষেতলাল পৌর মহল্লার ধনকুড়াইল গ্রামের খলিলুর রহমান কাজী। তার ছেলে শাহিনুর ইসলাম (২৯) দৈনিক খোলা কাগজ পত্রিকার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় ১৩ নভেম্বর বৃহস্পতিবার সাংবাদিক শাহিনুর বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগে জানা যায়, শাহিনুর ইসলামের মাতৃসূত্রে প্রাপ্ত ৩৬ শতক ধানী জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে প্রতিবেশী মো. নূর নবী ওরফে মিলটন, মো. এরশাদুল, মো. নূর আলম, মো. নুহু মিয়া, মো. তানভীর, মো. অছীমদ্দিন ও মো. রশিদুলদের সঙ্গে বিরোধ চলে আসছে।
জানা যায়, এ বিরোধের জেরে বাদী পক্ষ গত ২২ অক্টোবর ২০২৪ তারিখে জয়পুরহাট জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ করলে সংস্থাটি ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে উভয় পক্ষকে জমি নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও চলতি আমন মৌসুমে শুকানোর উদ্দেশ্যে জমিতে কাটা ধান রেখে দিলে, রাতে প্রতিপক্ষরা তা চুরি করে নিয়ে যায়।
সাংবাদিক শাহিনুর ইসলাম জানান, জমিটির মূল মালিক ছিলেন মালিপাড়া গ্রামের মৃত ইব্রাহিম মন্ডল। তার একমাত্র মেয়ে আইমা বেওয়া জীবিত অবস্থায় জমির অংশ শাহিনুরের মা সাজেদা বেগমের নামে লিখে দেন।
তিনি আরও বলেন, ‘সেই থেকে আমরা জমিটি ভোগদখল করছি। লিগ্যাল এইড অফিসের নির্দেশ মেনে কোনো সমস্যা ছাড়াই চাষাবাদ করে আসছিলাম। কিন্তু এবার সুযোগ বুঝে তারা ধান চুরি করে নিয়ে যায়।’
এছাড়া উক্ত জমি নিয়ে বর্তমানে বাদী পক্ষের দায়ের করা একটি ল্যান্ড সার্ভে মামলা আদালতে চলমান রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ তদন্ত (ওসি) কামাল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available