• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:৩০:৫২ (29-Sep-2025)
  • - ৩৩° সে:

২০২৪ সালে শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

২৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৪৩:২৫

সংবাদ ছবি

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২০২৪ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেছিলেন তিনি।

উপজেলার শিক্ষকদের অভিযোগ, বাতিল হওয়া একটি প্রজ্ঞাপনকে পুঁজি করে বিদ্যালয়ের স্লিপ ফান্ড থেকে প্রশ্নপত্র তৈরির নামে অতিরিক্ত অর্থ আত্মসাৎ করা হচ্ছে। যেখানে একটি প্রশ্নপত্রের প্রকৃত খরচ ৭ থেকে ৮ টাকা, সেখানে দেখানো হয়েছে কয়েক গুণ বেশি ব্যয়।

Ad
Ad

দাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রশ্নপত্রের প্রকৃত খরচ কম হলেও আমাদের জোর করে ভুয়া ভাউচার দিয়ে হিসাব মেলাতে বাধ্য করা হয়। আসল ভাউচার চাইতে গেলে উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে।

Ad

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, একজন শিক্ষা কর্মকর্তার কাছ থেকে এমন দুর্নীতি অগ্রহণযোগ্য। দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, জেলার ৩৭১টি বিদ্যালয়ের মধ্যে সদর উপজেলার ১০৫টিতেই এ ধরনের অভিযোগ এসেছে। এটি পুরো প্রাথমিক শিক্ষাখাতের জন্য হুমকি।

অভিযোগের বিষয়ে প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মাসুদুল হাসান, তবে গোপন ক্যামেরায় নিজের অনিয়মের দায় স্বীকার করেন তিনি। একই সঙ্গে দাবি করেন, তিনি যা কিছু করেছেন নিয়ম মেনেই করেছেন।

ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

তদন্ত কমিটির প্রধান ও জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তদন্ত শেষে যথাসময়ে রিপোর্ট দাখিল করা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের অত্যন্ত ঘনিষ্ট ও আস্থাভাজন ছিলেন তৎকালীন আক্কেলপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান। সেসময় তিনি হুইপকে ম্যানেজ করে ২০২৪ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার ও সনদ নেন। এরপর থেকে বেপোরোয়া ও আত্মঅহংকারী হয়ে উঠেন তিনি। জুলাই আন্দোলনের পর আক্কেলপুর থেকে সদর উপজেলায় বদলী হন মাসুদুল হাসান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি
২৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৭:৪৯:৫১


সংবাদ ছবি
ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
২৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৬:২৪



সংবাদ ছবি
হাজি সেলিমের বাড়িতে অভিযান, মিলল বিলাসবহুল ৬ গাড়ি
২৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:১৮


সংবাদ ছবি
হজের তিন প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার
২৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৩৫


Follow Us