পটুয়াখালী প্রতিনিধি: ইলিশের প্রজনন মৌসুমকে কেন্দ্র করে সরকার আজ ৩ অক্টোবর শুক্রবার মধ্যরাত থেকে সাগর ও সংলগ্ন নদীতে ইলিশসহ সব ধরনের মাছধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগামী ২২ দিন এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এসময় মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাত করণসহ ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অবরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলাজুড়ে মাইকিং করা হচ্ছে।
আজ শুক্রবার সকাল থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত অধিকাংশ মাছধরা ট্রলার পটুয়াখালীর মহিপুর ও আলীপুরের শিববাড়িয়ায় ফিরে আসছে।
গত কয়েকদিন ধরে জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ায় তারা অনেকটা উচ্ছ্বসিত থাকলেও এ অবরোধ তাদের উচ্ছ্বাসে ভাটা পড়েছে। তারা সরকার কর্তৃক প্রদেয় প্রণোদনা বাড়ানোর পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে সমুদ্রে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available