• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ দুপুর ০১:৪৪:২৫ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫৪:১০

লালমনিরহাটে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ
“ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাটের উপ-পরিচালক ও নিয়োগ কমিটির সদস্য সচিব মো. রেজাউল করিম”

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলায় ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলে অসামঞ্জস্য থাকায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক পরীক্ষার্থী।

Ad

জানা গেছে, গত ২৪ জানুয়ারি লালমনিরহাট জেলা মডেল মসজিদের হলরুমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনের বিকেলে লিখিত পরীক্ষার ফলাফল এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌখিক পরীক্ষাসহ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ করেন ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও শিক্ষক নিয়োগ নির্বাচন কমিটির সদস্য সচিব মো. রেজাউল করিম।

Ad
Ad

ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিযোগ, আদিতমারী উপজেলার ‘সহজ কোরআন শিক্ষা’ শাখার রোল নম্বর ০৭ লিখিত পরীক্ষায় অকৃতকার্য হলেও মৌখিক ও চূড়ান্ত ফলাফলে তাকে উত্তীর্ণ দেখানো হয়েছে। এছাড়া কালীগঞ্জ উপজেলার মৌখিক ও চূড়ান্ত ফলাফলে রোল নম্বর ০৭, ২৩ ও ২৪ উত্তীর্ণ হিসেবে দেখানো হলেও পরবর্তীতে প্রকাশিত চূড়ান্ত তালিকায় কেবল রোল নম্বর ০৭ রাখা হয়।

অভিযোগ রয়েছে, বিষয়টি আড়াল করতে পরবর্তীতে একটি সংশোধিত লিখিত ফলাফল শিট প্রকাশ করা হয়, যা আগের ফলাফলের সঙ্গে সাংঘর্ষিক। প্রকাশিত নথিগুলোতে একই রোল নম্বরের বিপরীতে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাটের উপ-পরিচালক ও নিয়োগ কমিটির সদস্য সচিব মো. রেজাউল করিম বলেন, “আমাদের ভুল হয়েছে। মানুষ বলতেই ভুল।”

তবে শিক্ষক নিয়োগ নির্বাচন কমিটির সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নথিভিত্তিক এই অসামঞ্জস্যের ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ
৩১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১৬:২৮




সুনামগঞ্জে মাদকসহ পুলিশ সদস্য আটক
সুনামগঞ্জে মাদকসহ পুলিশ সদস্য আটক
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৪৮:১০

ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৩৯:১৫



Follow Us