• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই কার্তিক ১৪৩২ দুপুর ০১:২৪:০১ (21-Oct-2025)
  • - ৩৩° সে:

তিস্তা ব্যারেজ এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলনের সরঞ্জাম জব্দ

২১ অক্টোবর ২০২৫ সকাল ১০:৩৭:০৭

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ সংলগ্ন নদী এলাকায় অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন।

২০ অক্টোবর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে ছোট-বড় ৯টি নৌকা ও ৫টি বোমা মেশিন জব্দ করা হয়েছে।

Ad
Ad

অভিযানটি পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা ও সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার। এ সময় গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

Ad

উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা জানান, জব্দ নৌকা ও বোমা মেশিন ধ্বংস না করে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হবে। এসব নৌকা বন্যা কালে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহৃত হবে।

তিনি আরও বলেন, ‘বোমা মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের ঝুঁকি তৈরি হয় এবং ব্যারেজও ক্ষতির মুখে পড়ে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।’

অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও জব্দ করা নৌকাগুলোর মধ্যে বোমা মেশিন ও জালিকা পাওয়া গেছে। যা বালু-পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত হয় বলে নিশ্চিত করেছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ভাঙা হাড় সহজে জোড়া লাগে না কেন?
২১ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩১:০৯


সংবাদ ছবি
জবি শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা
২১ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৬:০৯




সংবাদ ছবি
শিক্ষকদের আমরণ অনশন, অসুস্থ ৬ জন
২১ অক্টোবর ২০২৫ সকাল ১১:৩০:৪৬




Follow Us