টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার টঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. শামীমের (৪২) বিরুদ্ধে। আহত ব্যবসায়ীর নাম এস এম মাইনুল হাসান।
গত ১২ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মাইনুল হাসান বড় দেওড়া এলাকায় তার জমিতে গেলে শামীম তার বাড়ির গেইট খুলে হাতে থাকা ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কোপাতে শুরু করেন। এতে মাইনুল হাসানের বাম হাতের কব্জি, বাহু এবং কোমরের বাম দিকে গুরুতর জখম হয়।
এসময় মাইনুল হাসানের সঙ্গী মো. রফিকুল (৪৫) তাকে বাঁচাতে এগিয়ে এলে শামীম তাকেও আঘাত করার চেষ্টা করেন, ফলে রফিকুলও হাতে জখম হন।
আহত মাইনুলের স্ত্রী আইরিন আক্তার টঙ্গী পশ্চিম থানায় প্রতিবেশী শামীমের বিরুদ্ধে এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, মাইনুল হাসান ২০২২ সালে অভিযুক্ত শামীমের পাঁচ ভাই-বোনের নিকট থেকে ২.০২ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর শামীম তার অংশের জমির মূল্য গ্রহণ করলেও রেজিস্ট্রি করে দিতে নারাজ ছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল।
আহতদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসায় মাইনুল হাসানের ক্ষতস্থানে ২২টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।
থানায় অভিযোগের পর হামলাকারী শামীমকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। আহত ভুক্তভোগীরা জানান, হামলায় শামীমের ছোট ভাই সোহেল এবং তার স্ত্রীও জড়িত ছিল।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available