• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:৩০:২৭ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

টঙ্গীতে দেয়াল ধসে একজন নিহত

২৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:৪০:১৯

সংবাদ ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের বাউন্ডারি দেয়াল ধসে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।

২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টার দিকে সাতাইশ খরতৈল জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত ব্যক্তির নাম বাবুল (৫৫)। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার আব্দুল্লাহপুরা গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে। আহতরা হলেন নরসিংদীর রায়পুরা থানার মেহেরনগর গ্রামের ইমরান মিয়া (২০), একই এলাকার বাশগাড়ী গ্রামের ইসমাইল (৪০), মাধবদী থানার বিক্রমপুর গ্রামের শুক্কুর আলী (৩৯) এবং সদর থানার চর আলমখালী গ্রামের মো. ফারুক (৪০)।

Ad

স্থানীয়রা জানায়, খরতৈল জামতলা এলাকার মাজহারুল ইসলাম এর মালিকানাধীন বহুতল ভবনের বাউন্ডারি দেয়ালটি আগেই নড়বড়ে হয়ে ছিল। সম্প্রতি মাজহারুল দেয়ালের ওপর নতুন করে ইটের গাঁথুনি দিয়ে শক্ত করার চেষ্টা করেন। বুধবার সকাল থেকে তিনি শ্রমিক দিয়ে ভাঙা ইটের শুরকি তৈরি করে দেয়াল ও ভবনের মাঝের ফাঁকা জায়গায় জমা করছিলেন।

অতিরিক্ত ওজনের চাপে একপর্যায়ে দেয়ালটি ধসে পড়ে। এ সময় ইট ভাঙার কাজে নিয়োজিত পাঁচ শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়েন। এ সময় তাদের উদ্ধার করে গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে বাবুল মারা যান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহাম্মেদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত চারজন চিকিৎসাধীন আছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাড়ির মালিকের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়ারধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:২৯


সংবাদ ছবি
বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:২৩


সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬
৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:০৬




Follow Us