মাল্টিমিডিয়া রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যোর বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্ট বোঝাই ট্রলার ডুবে নিখোঁজ হওয়া দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার ১৪ নভেম্বর শুক্রবার দুপুর ২টার দিকে নদীর তলদেশ থেকে রনি সরদার (৩৪) ও শুভ মৃধা (১৯) নামের দুই যুবকের দেহ উদ্ধার করা হয়। নিহত রনি বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং শুভ একই এলাকার স্বপন মৃধার ছেলে।


স্থানীয় সূত্র জানায়, ১৩ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিমেন্টভর্তি ট্রলারটির তলা ফেটে গভীর পানিতে তলিয়ে যায়। এসময় ট্রলারে থাকা রনি ও শুভ পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে নৌ–পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি। পরে শুক্রবার পুনরায় অভিযান চালিয়ে প্রায় তিন ঘণ্টা খুঁজে অবশেষে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশালগামী দুই হাজার ব্যাগ সিমেন্ট বোঝাই ট্রলার নিয়ে রনি ও শুভ যাত্রা শুরু করেন। দুপুরে মাঝ নদীতে নোঙর করে বিশ্রাম নেন তারা। গভীর রাতে হঠাৎ ট্রলারটির তলা ফেটে পানি ঢুকে ডুবে গেলে সেই স্রোতে ভেসে যান দুই যুবক।
বৈদ্যের বাজার নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, “সিমেন্টবোঝাই ট্রলারটি মাঝ নদীতে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। পরে আমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় শুক্রবার মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।”
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, মেঘনা নদীতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available