• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৯:০১ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

খানসামায় জুয়া খেলার অপরাধে ৪ জনকে জরিমানা

৩ মার্চ ২০২৪ সকাল ০৮:২১:৫২

খানসামায় জুয়া খেলার অপরাধে ৪ জনকে জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় জুয়া খেলার অপরাধে ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাজ উদ্দিন।

Ad

১ মার্চ শুক্রবার রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া বাড়াইপাড়া এলাকার জনৈক যতিনের বাঁশঝাড় থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এরপর ২ মার্চ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ৪ জনকে জরিমানা প্রদান করা হয়।

Ad
Ad

আটকরা হলেন, উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া বাড়াইপাড়া এলাকার মৃত প্রসন্নের ছেলে প্রদীপ (৫৫), একই এলাকার মৃত হরেন্দ্র’র ছেলে হীরেন (৪৫), আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট এলাকার মৃত আমজাদ শাহের ছেলে রাশেদ শাহ্ (৫০) এবং পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুরের বড়দহ শাহাপাড়া এলাকার মৃত বাবলু শাহের ছেলে নজরুল (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই তসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে খেলার সরঞ্জাম তাস, নগদ টাকা, ও চট উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে তিনি বলেন,  ‘জুয়া খেলার অপরাধে তাদের জরিমানা করা হয়। ভবিষ্যতে  এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, ‘জুয়া খেলার সময় হাতে নাতে চার জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে জরিমানা করা হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।‘

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:০০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:৪৬




Follow Us