• ঢাকা
  • |
  • সোমবার ৩১শে ভাদ্র ১৪৩২ সকাল ১১:০৮:২৮ (15-Sep-2025)
  • - ৩৩° সে:

বিএনপি

কালিয়ায় চাঁদাবাজির দায়ে বিএনপি নেতা ইউসুফকে বহিষ্কার

১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৫১:৪১

সংবাদ ছবি

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

১৪ সেপ্টেম্বর রোববার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলটির অফিসিয়াল ফেসবুক পেজে নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কার সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি রোববার সন্ধ্যা ৬টায় পোস্ট করা হয়। জেলা ও উপজেলা বিএনপির নেতৃস্থানীয় একাধিক নেতা মুঠোফোনে চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারী, দোকান লুট ও ভয়ভীতি  প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রথমিক সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

বহিষ্কারাদেশের চিঠির অনুলিপি পাঠানো হয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু এবং নড়াইল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর।

এ বিষয়ে কালিয়া পৌর বিএনপির সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ মুঠোফোনে বলেন, চিঠিটি ফেসবুকে দেখেছি। আমরা জেলা বিএনপির সভাপতির বিপক্ষ গ্রুপ করি। তিনি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট তথ্য দিয়ে ও টাকার প্রভাব খাটিয়ে কেন্দ্রের নেতাদের ভুল বুঝিয়ে এমন আদেশ করিয়েছেন। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

এর আগে গত মাসের ৫ তারিখ নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া এলাকার আকিজ শেখের স্ত্রী রহিমা খানম থানায় কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে খুন
১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০২:৪০

সংবাদ ছবি
সাতক্ষীরায় সেনা অভিযানে তিন মাদক কারবারি আটক
১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৫২:১৮






সংবাদ ছবি
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৫৯ বিলিয়ন ডলার
১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:০৪:১৩