• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:১৯:০৬ (02-Dec-2025)
  • - ৩৩° সে:

মাধনগরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

২ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৩৩:৫৪

সংবাদ ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বরেন্দ্র, রুপসা এবং বুড়িমারী, চিলাহাটি এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad

২ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মাধনগরের সর্বস্তরের জনসাধারণ ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এসময় বক্তব্য রাখেন মাধনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফটিক, সমাজসেবক ও বিএনপি কর্মী তাহমিদুর রহমান সৌমিক, মাধনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ট্রেনের দাবি ও স্টেশন সংস্কারের দাবিতে এর আগেও বারবার আন্দোলন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মাধনগর রেলস্টেশনের বয়স প্রায় এক শত বছর হতে চললেও স্টেশনের তেমন কোনো উন্নয়ন হয়নি। সরকার প্রতিবছর মাধনগর রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। অথচ এই স্টেশনের যাত্রী সেবার মান সন্তোষজনক নয়।

এসময় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও শতাধিক ছাত্রজনতা অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us