নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪’ বিষয়ক পৌরসভা কমিটির এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।


উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নলডাঙ্গা আয়োজিত এবং Supporting Implementation of Mother and Child Benefit Program, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদেরকে নির্দেশিকার বিভিন্ন দিক, বাস্তবায়ন কৌশল এবং মা–শিশুর পুষ্টি ও স্বাস্থ্যসুরক্ষায় কর্মসূচির ভূমিকা তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমি আখতার।
প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জুনায়েদ হোসেন লেনীন, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, ‘যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা’ এই মূলমন্ত্রে পরিচালিত মা ও শিশু সহায়তা কর্মসূচি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, পুষ্ট ও দক্ষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available