• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই মাঘ ১৪৩২ ভোর ০৫:৪০:৪৫ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গা হালতিবিলে বিএনপির সড়ক সংস্কার

২৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৫:৩৪

নলডাঙ্গা হালতিবিলে বিএনপির সড়ক সংস্কার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার হালতিবিলে মাধনগর থেকে হালতি সড়কের বিভিন্ন স্থান ও ব্রিজের বিভিন্ন অংশে, ভাঙা স্থান মেরামত ও ব্রিজ সংস্কার করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

Ad

২৯ নভেম্বর শনিবার স্থানীয় বিএনপিকর্মী তাহমিদুর রহমান সৌমিকের উদ্যোগে বেলা ১০টা থেকে দুপুর পর্যন্ত চলে এই সড়ক সংস্কার কাজ।

Ad
Ad

এলাকাবাসী জানায়, হালতিবিলের মাধনগর থেকে খাজুরা পর্যন্ত সড়কটি কৃষক ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কটির বিভিন্ন স্থানে ভাঙ্গা, খানা-খন্দক ও ব্রিজের উঠানামার সময় চরম ভোগান্তির শিকার হতে হয় তাদের।

কারো হাতে কোদাল, কারো হাতে টুকরি, কেউ পানি আনছে, কেউ সড়ক থেকে কুচুরিপানা পরিস্কার করছে। আবার কেউ ভাঙা সড়কে সিমেন্ট, বালি, ইট দিয়ে সেগুলো সমান করছেন।

শুকনো মৌসুমে চলাচল করা গেলেও বর্ষাকালের শেষে জলকাদায় একাকার হয়ে যায় সড়কটি। এতে করে দুর্ভোগে পড়তে হয় গ্রামের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবীসহ নানা শ্রেণি পেশার মানুষকে। তাই বেহাল সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করার উদ্যোগ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, ‘সকলের সম্মিলিত চেষ্টায় দুপুরের মধ্যেই সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হয়।

তারা আরও বলেন, ‘ভাঙাচোরা সড়কের কারণে মানুষের মুখে যে উদ্বেগ ছিল, আজকে সংস্কার করায় তাদের মুখে হাসি ফুটে উঠেছে। আমাদের এই জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৩২

জামায়াতের নারী সমাবেশ স্থগিত
জামায়াতের নারী সমাবেশ স্থগিত
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৪৯



Follow Us