• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৭:১৯ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে পৃথক অভিযানে বিদেশি অস্ত্রসহ আটক ৫

১৭ মে ২০২৪ সকাল ০৭:৪৮:১৪

কক্সবাজারে পৃথক অভিযানে বিদেশি অস্ত্রসহ আটক ৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিদেশি জি থ্রি রাইফেল, শুটার গান এবং ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডাকাত মোস্তাক ও অস্ত্র ব্যবসায়ী রবি আলমসহ ৫ জনকে আটক করা হয়।

Ad

আটকরা হলো, উখিয়ার মাদারবুনিয়া এলাকার মো. ছৈয়দের ছেলে মোস্তাক আহমদ (৪৩), মহেশখালীর মাঝের ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম (৩৪), মাদারবুনিয়া এলাকার মৃত নুর নবীর ছেলে কাশেম ওরফে মনিয়া (৩৫), মোস্তাক আহমদের মেয়ে লতিফা আক্তার (২৪) এবং মহেশখালীর নতুন বাজার এলাকার মৃত আবুল হাশেমের ছেলে বেল্লাল হোসেন (৪০)।

Ad
Ad

১৬ মে বৃহস্পতিবার বিকালে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানান, মিয়ানমার থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গুলি বাংলাদেশে এনে অপরাধী চক্রের কাছে হস্তান্তর করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদারবুনিয়া এলাকায় গহীন পাহাড়ে দুর্ধর্ষ ডাকাত মোস্তাকের বাড়িতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটার গান (এলজি), ৭৭ রাউন্ড গুলি এবং ২৪টি গুলির খোসা উদ্ধার এবং টেকনাফ এলাকা থেকে বেলাল নামে আরও একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুনরায় টেকনাফের শাপলাপুর এলাকায় সমুদ্র তীরবর্তী ঝাউবাগানের বালুর নিচে রাখা ১টি জি থ্রি রাইফেল, ১টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:০০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:৪৬




Follow Us