• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ রাত ১০:১৭:৪৬ (29-Jan-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ফার্মেসিকে অর্থদণ্ড

২৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:০১:১৮

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ফার্মেসিকে অর্থদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ওষুধের দোকানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Ad

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। অভিযানে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসির বিরুদ্ধে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানাপ্রাপ্ত ফার্মেসিগুলো হলো এনামুল হকের মালিকানাধীন মেডিসিন প্লাস ফার্মেসি, জুবায়ের আহমেদের মালিকানাধীন প্রাইম মেডিসিন ফার্মেসি ও মনির হোসেনের মালিকানাধীন সোনারগাঁ ফার্মেসি। প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Ad
Ad

অভিযানের সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মো. সাইফুল্লাহ মাসুদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন অভিযানকালে অনেক দোকানিকে সতর্ক করে দেন এবং আইন মেনে ব্যাবসা পরিচালনার নির্দেশ দেন।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আড়াইহাজার ও গোপালদী বাজারে অনেক ওষুধের দোকান তাৎক্ষণিকভাবে তাদের দোকান বন্ধ করে পালিয়ে যান।

অভিযানে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর বিধান লঙ্ঘনের অভিযোগে জরিমানা আরোপ করা হয়। এই আইনের অধীনে ওষুধের মান, সংরক্ষণ, বিক্রয় এবং লাইসেন্স সংক্রান্ত বিধি-বিধান কঠোরভাবে পালন করা বাধ্যতামূলক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যাবসা পরিচালনার আহ্বান জানান এবং বলেন, “আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে বিভিন্ন বাজার ও ব্যাবসা প্রতিষ্ঠানে তদারকি করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৩২

জামায়াতের নারী সমাবেশ স্থগিত
জামায়াতের নারী সমাবেশ স্থগিত
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৪৯



সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক বহিষ্কার
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক বহিষ্কার
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৮


Follow Us