• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:৪৩ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

মাধবদীতে পূজা মন্ডপ পরিদর্শনে আনসার মহাপরিচালক

১ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৪৩:৫৪

সংবাদ ছবি

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের অংশ হিসেবে নরসিংদীর মাধবদীতে শ্রী শ্রী গৌর-নিতাই আখড়া ধাম সর্বজনীন দূর্গা পূজা মন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি)। 
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় তিনি এই পূজা মন্ডব পরিদর্শনে যান এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী গৌর-নিতাই আখড়া ধাম সর্বজনীন দূর্গা পূজা মন্ডব কমিটির সভাপতি প্রণব সাহা (লোটন)।

Ad
Ad

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (অপারেশন) মো. সাইফুল্লাহ রাসেল, ঢাকা রেঞ্জ উপমহাপরিচালক মো. আশরাফুল আলম, নরসিংদীর জেলা প্রশাসক আনোয়ার হোসেন এবং জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম।

Ad

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এস এম আক্তারুজ্জামান, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, আনসার বাহিনীর সদর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সভাপতি দিপক কুমার সাহা প্রিন্স, মাধবদী থানা পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি গোবিন্দ সূত্রধর, মাধবদী পৌরসভা পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি অপু সাহা সহ পূজা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মহাপরিচালকের এই পরিদর্শন পূজার সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস
১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩১:২৯





সংবাদ ছবি
নলডাঙ্গায় মাদকের ঘাঁটি ধবংস করলো ছাত্রদল
১ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪৯:৩১




Follow Us