• ঢাকা
  • |
  • শনিবার ৩রা কার্তিক ১৪৩২ রাত ১০:৪৫:৩৩ (18-Oct-2025)
  • - ৩৩° সে:

নরসিংদীতে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময়

১৮ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:৩৫

সংবাদ ছবি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও সার্বিক প্রশাসনিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর শনিবার সকাল ১১টায় আলোকবালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

Ad
Ad

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনহাজুল আলম। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন।

Ad

সভায় বক্তারা আলোকবালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “আলোকবালীর প্রতিটি উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে। আইন-শৃঙ্খলার ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না-এখানে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।”

পুলিশ সুপার মিনহাজুল আলম বলেন, জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন তিনি আলোকবালীর আইন-শৃঙ্খলা জিরো টলারেন্স ঘোষণা করেন।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সভা শেষে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
লুণ্ঠিত সারসহ বাল্কহেড জব্দ, গ্রেফতার ২
১৮ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩১:০৮



সংবাদ ছবি
রৌমারীতে ২ মোটরসাইকেল চোর আটক
১৮ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১১:৩৮




সংবাদ ছবি
টেনেটুনে ২০০ রান পার করলো বাংলাদেশ
১৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৬


Follow Us