মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে পিকআপ- মাহিন্দ্রের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও ১২ জন। ঘটনাস্থলেই নিহত হয়েছে ময়মনসিংহের মুক্তাগাছার কাশিপুর গ্রামের মিজান (২৮) ও লাইলী বেগম (৬৫) নামের এক বৃদ্ধ নারী।
১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে মধুপুর উপজেলার বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় ২৫ মাইল মাইল বাজারের উত্তর পাশে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩ দিকে একটি ব্যাটারি চালিত ভ্যান, একটি মাহিন্দ্রা এবং একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ব্যাটারি চালিত ভ্যান দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রের ২ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মধুপুর থানার অফিসার্স ইনচার্জ ইমরানুল কবির জানান, পিক-আপ মাহিন্দ্রের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও ১২ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available