নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে দশম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৬)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় পরিবারের দোকানের কর্মচারী মিলনকে প্রধান আসামি করা হয়েছে।

১০ জানুয়ারি রোববার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলাটি করা হয়।


পুলিশ জানায়, ১০ জানুয়ারি শনিবার দুপুরের পর দক্ষিণ বনশ্রীর একটি ভাড়া বাসায় ফাতেমাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার সময় বাসায় পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।
নিহত ফাতেমা হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে। তিনি বাবা-মা ও বোনের সঙ্গে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় বসবাস করতেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সময় ফাতেমার বাবা-মা আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন এবং তার বোন জিমে ছিলেন। তখন বাসায় একাই ছিলেন ফাতেমা।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে যেকোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে বাসা ও আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available