• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই কার্তিক ১৪৩২ দুপুর ০১:২৪:৫৫ (01-Nov-2025)
  • - ৩৩° সে:

পিরোজপুরে অটোচালক হৃদয় হত্যা মামলার আসামি রিয়াদ গ্রেফতার

১ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪২:২৬

সংবাদ ছবি

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮, বরিশাল। ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া সদর উপজেলার উত্তর মিঠাখালী এলাকায় র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আসামি রিয়াদ হাওলাদারকে গ্রেফতার করে।

Ad

গ্রেফতার রিয়াদ হাওলাদার মঠবাড়িয়া উপজেলার হারজি নলবুনিয়া গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে।

Ad
Ad

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, নিহত হৃদয় (১৭) ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। গত ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তিনি প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। ওইদিন বিকেল ৫টা ৪৫ মিনিটে মঠবাড়িয়া স্ট্যান্ড থেকে সর্বশেষ ফোনে তার পিতার সঙ্গে কথা হয়। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।

অনেক খোঁজাখুঁজির পরও হৃদয়ের কোনো সন্ধান না পেয়ে পরদিন তার পিতা থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ২২ অক্টোবর অজ্ঞাত এক ব্যক্তি ফোনে হৃদয় ও ইজিবাইক ফেরত দেওয়ার জন্য ৪২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে খবর আসে— মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বহেরাতলা-আলগী পাতাকাটা সড়কের পাশে খালের ধারে বিছানার চাদর ও প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় একটি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে নিহতের পিতা মরদেহ শনাক্ত করেন।

পুলিশ মরদেহ উদ্ধারের সময় দেখা যায় হৃদয়ের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের পিতা মো. আলমগীর হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে রিয়াদ হাওলাদার হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় র‌্যাব। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য বরিশাল কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরে ৩১ অক্টোবর শুক্রবার তাকে মঠবাড়িয়া থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার ৩–এ আগুন
১ নভেম্বর ২০২৫ দুপুর ০১:০৮:৫২



সংবাদ ছবি
ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন
১ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:৩৬



সংবাদ ছবি
জুয়ার সাথে জড়িত থাকায় ১৪৯ রেফারি বহিষ্কার
১ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:৫৭



সংবাদ ছবি
টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
১ নভেম্বর ২০২৫ সকাল ১১:৪৫:৩২


Follow Us