নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: আমিরে হিজবুল্লাহ ছারছীনা দরবার শরীফের গদিনশীল পীর আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন আখেরী মুনাজাতে দাদা পীর হযরত মাওলানা শাহ সুফি নেছারুদ্দীন আহমদ (রহ.) এর স্মৃতিচারণ উল্লেখ করে বলেন, ‘তারেই প্রতিষ্ঠিত ছারছীনা দরবার শরীফ, ইসলাম প্রচারের দীপশিখা জ্বালিয়ে ছিলেন যা আধ্যাত্মিক ইতিহাস শত বছর ধরে বিদ্যমান। এ দেশের ইসলামিক শিক্ষার বিস্তারে ছারছীনা দরবার শরীফের ভূমিকা সর্বজনীনভাবে স্বীকৃতি। সমাজে একদল লোক রয়েছে যারা আমাদের পূর্বপুরুষদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের দখল দায়িত্বে উৎসবে মেতে উঠছে।

পিরোজপুরের নেছারাবাদে ১ ডিসেম্বর সোমবার বাদ জোহুর নামাজ শেষে ছারছিনা দরবার শরীফের ১৩৫তম ঈছালে সওয়াব ও মাদ্রাসার বার্ষিক মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনার সময় পীর এ সব কথা বলেন।


তিনি আরও বলেন, নৈতিকতা ও মানবিকতা ছাড়া প্রকৃত দ্বীনপূর্ণতা পায় না। সুন্নতের পথে চলতে এবং সাম্প্রদায়িতক সম্প্রীতি বজায় রাখা এবং কোরআন সুন্নাহভিত্তিক জীবন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, হে আল্লাহ মুমিনদের দ্বীনের পথে চলার তৌফিক দিন, দুনিয়ার মোহই সব গুনাহ উৎস, নিজেকে শুদ্ধ করো- শুদ্ধ মানুষের দ্বারাই ইসলামের আলো মানুষের হৃদয় পৌঁছে দেয়, বান্দাদের কোরআন সুন্না অনুযায়ী এবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, বর্তমানে একদল লোক সুন্নাকে অবহেলা করছেন এজন্য মুমিনদের সতর্ক থাকতে হবে, দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা ভোগ করতে চাই না"।এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির ও সুস্থতার জন্য ছারছীনা পীর ও রাষ্ট্রদূত ডক্টর আবেদন ওহাব আস সায়দানী দোয়া প্রার্থনা করেন।
সন্ধ্যা নদীর তীর ঘেঁষে সারি সারি ছাউনিতে সাজানো ছারছীনার বিশাল ময়দান আলোকিত হয়ে উঠে ঝিকির আর কোরআনের পবিত্র সুরে। আধ্যাত্মিক ছারছীনার ময়দানে লাখ লাখ মুসল্লির অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়। এটি একটি আবেগঘন বিদায়ী মুহূর্ত যেখানে সবাই দোয়া ও ত্যাগের মাধ্যমে শেষ অংশটি সম্পন্ন করে। মাহফিলের আখেরি মোনাজাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এ সময় লাখো মুসল্লির ঢল পুরো দরবার এলাকা পরিণত হয় এক পবিত্র ধর্মীয় আবহে। অনুষ্ঠিত আখেরি মোনাজাতে অংশ নেন আল জাজিরার রাষ্ট্রদূত আবদেল ওহাব আস সায়দানী, দেশ-বিদেশের ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, মনোনয়ন প্রত্যাশী ও মনোনয়ন বঞ্চিত রাজনৈতিক ব্যক্তিবর্গ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available