• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ রাত ০৯:৪৫:৪৩ (07-Nov-2025)
  • - ৩৩° সে:

নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়

৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:৩৯

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার: ৭ নভেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মতি দিবস উপলক্ষে নেছারাবাদে বর্ণাঢ্য র‌্যালী ও সাংবাদিকদের সাথে মত বিনিময় আলোচনা করেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আহমেদ সোহেল মঞ্জুর।

Ad

৭ নভেম্বর শুক্রবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Ad
Ad

নেছারাবাদ পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, ৭ নভেম্বরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে উল্লেখ করা হয়েছে। ৭ নভেম্বর দেশের সংগ্রাম গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার প্রতীক। রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসে চিরম্ময় হয়ে থাকবে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্র পূর্ণরুদ্ধারের আন্দোলনে গণমাধ্যমে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থী মঞ্জুর সাংবাদিকদের প্রশ্ন উত্তর দেন এবং সুষ্ঠু শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

এ ছাড়াও তিনি আরও বলেন, জাতির জীবন থেকে ৭ নভেম্বরের শিক্ষা গ্রহণ করে দেশ পূর্ণগঠনে সকলকে কাজ করার আহ্বান জানিয়ে ধানের শীষ মার্কায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী ও রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
জকসু নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৩৬৫
৭ নভেম্বর ২০২৫ রাত ০৯:০১:৩২







সংবাদ ছবি
আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৬:২৪




Follow Us