• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৮:৪৭ (07-Oct-2025)
  • - ৩৩° সে:

ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে নেছারাবাদে মানববন্ধন

৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৩৩:২২

সংবাদ ছবি

পিরোজপুর  প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে ইসলামী ব্যাংকে সৎ, যোগ্য ও মেধাভিত্তিক প্রার্থী নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার মিয়ারহাট বন্দরে ইসলামী ব্যাংক শাখা অফিসের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

Ad
Ad

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের কয়েক হাজার প্রার্থীকে অনিয়মের মাধ্যমে নিয়োগ দিয়েছেন, যা ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা এসব নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানান।

Ad

বক্তারা আরও বলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে দেশের ৬৩ জেলার মেধাবী প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে। ফলে ব্যাংকের শৃঙ্খলা, দক্ষতা ও গ্রাহকসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন-মোহাম্মদ আরিফুল ইসলাম, মো. শফিকুল ইসলামসহ চাকরিপ্রত্যাশী ও ভুক্তভোগী একাধিক গ্রাহকবৃন্দ।

একই দাবিতে ‘বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ’ নামের একটি সংগঠনও বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়া ৪ হাজার ৯৭১ কর্মকর্তাকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ওএসডি করেছেন এবং প্রায় ৪০০ জনকে চাকরিচ্যুত করেছেন, যা অন্যায্য ও বৈষম্যমূলক।

বক্তারা এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার এভিপি ও শাখা প্রধান মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কোনো অফিসিয়াল মন্তব্য দিতে পারছি না। শুনেছি গ্রাহক ও চাকরিপ্রত্যাশীরা মানববন্ধন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
মানিকগঞ্জে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার
৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৫৭:৩৮


সংবাদ ছবি
সহজ-এর সাথে সহজক্যাশ-এর কোনো সম্পর্ক নেই
৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৪৩:৩২



সংবাদ ছবি
আড়াইহাজারে চুরির প্রতিবাদ করায় যুবক খুন
৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:১২:৫২


Follow Us