পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র থেকে বর্তমানে মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা সম্পূর্ণভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ১৭ অক্টোবর শুক্রবার থেকে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। স্টিম সেন্সরের ৪টি টারবাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ওই ইউনিটটি বন্ধ হয়ে গেছে। ত্রুটিটি কাটিয়ে উঠতে ৫ থেকে ৭ দিন সময় লাগবে বলে আমরা ধারনা করছি।
৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে মোট ৩টি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। ২০২০ সালে দ্বিতীয় ইউনিটটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। চলতি বছরের ২১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম ও তৃতীয় ইউনিট বন্ধ হয়ে গিয়েছিল। একদিন পর প্রথম ইউনিট পুনরায় চালু করা হয়।
এদিকে ১৮ অক্টোবর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্বতীপুর-সৈয়দপুর বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ চলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available