• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩২ রাত ১১:৪৩:১৬ (06-Jan-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রাম ৪ আসনে সাবেক স্বামী–স্ত্রীর নির্বাচনী লড়াই

৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৫:১৪

কুড়িগ্রাম ৪ আসনে সাবেক স্বামী–স্ত্রীর নির্বাচনী লড়াই

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন ১২ ফ্রেবুয়ারী জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর) সংসদীয় আসনে সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমী ও বিরল রাজনৈতিক পরিস্থিতি। একই আসনে সাবেক স্বামী ও স্ত্রী ভিন্ন রাজনৈতিক দল থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হওয়ায় স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

Ad

এই আসনে জাতীয় পার্টি (এ) থেকে প্রার্থী হয়েছেন কে এম ফজলুল মন্ডল। অপরদিকে তার সাবেক সহধর্মিণী মোছা. শেফালী বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর মনোনয়নে। ব্যক্তিগত জীবনে বিচ্ছিন্ন হলেও রাজনৈতিক অঙ্গনে একই সংসদীয় আসনে তাদের মুখোমুখি অবস্থান কুড়িগ্রাম ৪ আসনের নির্বাচনী রাজনীতিকে এনে দিয়েছে নতুন মাত্রা।

Ad
Ad

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাধারণত পরিবারের সদস্যরা একই রাজনৈতিক আদর্শে যুক্ত থাকলেও সাবেক স্বামী–স্ত্রীর ভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা এই অঞ্চলের রাজনীতিতে বিরল ঘটনা। এতে করে নির্বাচনী প্রতিযোগিতা যেমন তীব্র হচ্ছে, তেমনি ভোটের মাঠে বাড়ছে সাধারণ মানুষের আগ্রহ ও আলোচনা।

এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক ভোটার বিষয়টিকে ব্যতিক্রমী ও কৌতূহলোদ্দীপক হিসেবে দেখছেন। তবে অধিকাংশ ভোটারই জানান, তারা পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি বিবেচনায় না এনে প্রার্থীদের রাজনৈতিক অবস্থান, যোগ্যতা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার সক্ষমতার ওপর ভিত্তি করেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন।

কুড়িগ্রাম ৪ আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। এখানে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী থাকলেও সাবেক স্বামী–স্ত্রীর ভিন্ন রাজনৈতিক ব্যানারে নির্বাচন করাই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। নির্বাচন কমিশনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় পার্টি (এ)-এর প্রার্থী কে এম ফজলুল মন্ডল বলেন, “দীর্ঘদিন ধরে শেফালী আক্তারের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তিনি আমার সাবেক স্ত্রী। তিনি আগে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং চাকরি ছেড়ে দেওয়ার তিন বছরও পূর্ণ হয়নি। কীভাবে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধতা দিলেন, তা আমার জানা নেই।”

অন্যদিকে, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মোছা. শেফালী বেগমের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সব মিলিয়ে কুড়িগ্রাম ৪ আসনের এই নির্বাচন শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাই নয় বরং সাবেক স্বামী–স্ত্রীর মুখোমুখি লড়াইয়ের কারণে একটি ব্যতিক্রমী ও আলোচিত নির্বাচনী অধ্যায়ে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, ভোটের রায়ে কুড়িগ্রাম ৪ আসনের জনগণ কাকে তাদের সংসদীয় প্রতিনিধি হিসেবে বেছে নেন এবং এই আলোচিত লড়াইয়ের শেষ পরিণতি কোন দিকে গড়ায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us