• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই কার্তিক ১৪৩২ সকাল ১০:৩৩:০৫ (29-Oct-2025)
  • - ৩৩° সে:

প্রবাসী মুজিবুরকে হত্যার বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

২০ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৫৫:২২

সংবাদ ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচরে ঘর থেকে ডেকে নিয়ে প্রবাসী মুজিবুরকে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।

Ad

২০ এপ্রিল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চরপানিয়া এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এতে অংশ নেয় নিহতের স্ত্রী-সন্তানসহ কয়েক শতাধিক এলাকাবাসী।

Ad

এসময় তারা অভিযোগ করে বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় সৌদি আরব প্রবাসী মুজিবুরকে (৪৫)। এ ঘটনায় মামলা দায়ের হলেও ঘটনায় জড়িত খাসকান্দি এলাকার জহির হোসেনকে এখনো গ্রেফতার করা হয়নি।

তাকে গ্রেফতার ও ফাঁসি নিশ্চিতের দাবি জানান পরিবারের সদস্যরা।

গত ১০ মার্চ চরপানিয়া এলাকার একটি ক্ষেত থেকে প্রবাসী মুজিবুরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় মুল অভিযুক্ত জহির হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us