• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ সকাল ০৯:২৫:১৫ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

পদ্মা নদীতে গোসল করতে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রের মৃত্যু

২৬ জুন ২০২৫ সকাল ০৯:৫২:৫৩

পদ্মা নদীতে গোসল করতে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রের মৃত্যু হয়েছে।

Ad

২৫ জুন বুধবার বিকেল ৫ টার দিকে শহরতলীর ধলার মোড়ের পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এর আগে বেলা ৩ টার দিকে তারা গোসল করার উদ্দেশ্যে পদ্মা নদীতে যায়।

Ad
Ad

নিহত ওই দুই শিক্ষার্থীর এক জনের নাম রেজা এ রাব্বি তামিম, অপরজনের নাম আবদুল্লাহ আল মারুফ। এরা দুই জনই কলেজের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ১ম বর্ষের শিক্ষার্থী। তামিম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মেদী আশুলিয়া গ্রামের শওকত হোসেনের ছেলে এবং রাব্বি নোয়াখালী জেলার ধর্মপুর থানার উত্তর শরিফপুর গ্রামের মোয়াজ্জেম হক শামীমের ছেলে। তারা দুই জনই কলেজ ক্যাম্পাসের হলে থাকতো।

ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা জানায়, সকাল থেকে বৃষ্টি থাকায় ছাত্ররা দুপুরে ক্যাম্পাসে ফুটবল খেলে। পরে ৬ জন শিক্ষার্থী পদ্মা নদীতে গোসল করতে যায় বেলা ৩টার দিকে। এরপরে আমরা গ্রুপে একটা ম্যাসেজ পাই দুইজনকে খুজে পাওয়া যাচ্ছে না। দ্রুত ক্যাম্পাস থেকে আমরা ধলার মোড়ে আসি, স্থানীয়দের সাথে নিয়ে দুইজনকে উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে যায়।

কোতয়ালী থানার অফিসার ইন চার্জ মো. আসাদুজ্জামান জানান, ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ জন শিক্ষার্থী ধলার মোড় এলাকার পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল। এর মধ্যে ৪ জন তীরে উঠে আসতে পারলেও ২ জন স্রোতের টানে তলিয়ে যায়। পরে ৯৯৯ এ কল করলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে দুই জনকে খুঁজে পায়। তাদের উদ্ধার করে পাশের রেজোয়ান মোল্যা প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে এখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে ২ জনকেই মৃত্যু ঘোষণা করে।

সন্ধ্যা ৭টার দিকে দুইটি এ্যাম্বুলেন্স যোগে দুই জনের মরদেহ প্রথমে শহরের বায়তুল আমান এলাকার কলেজ ক্যাম্পাসে নেয়া হয়, সেখান থেকে দুই জনের মরদেহ নিয়ে শিক্ষার্থীরা গ্রামের বাড়ির দিকে রওনা হন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
১ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:২২:২১



বছরের শেষ দিনে দেশের বাজারে সোনার দামে পতন
বছরের শেষ দিনে দেশের বাজারে সোনার দামে পতন
৩১ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৭:৫১

ঝিনাইদহে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর
ঝিনাইদহে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর
৩১ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৩:২৪



বিদায় আপসহীন বাংলাদেশের নেতা
বিদায় আপসহীন বাংলাদেশের নেতা
৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩:৪৩


Follow Us