শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাঁচ্চর গোল চত্তরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

১১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান চালিয়ে দুটি ট্রাক ও ১৫টি মোটরসাইকেল থেকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন এবং দুটি নোহা গাড়িতে অভিযান চালিয়ে ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান জব্দ করেন।


অভিযানের সময় সড়ক ও জনপথে শৃঙ্খলা রক্ষা, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করে যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে, সেজন্যই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আইনের সীমা লঙ্ঘনের কারণে একটি নোহা গাড়ি হতে ২টি শর্টগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করে শিবচর থানায় পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে নিয়ম লঙ্ঘন করার কারণে জব্দকৃত দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি থানায় পাঠানো হয়। আমরা এর লাইসেন্স যাচাই-বাছাই করার পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো ‘
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযান শেষে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তাও পৌঁছানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available