শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।

১৮ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজ গেট থেকে শতাধিক শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীবরদী উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে অবস্থান নেন তারা। এসময় শিক্ষার্থীরা ‘বদলি প্রত্যাহার করো’, ‘রিফাত স্যারকে চাই’ ইত্যাদি নানা স্লোগান দিতে থাকেন।


পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের কাছে একটি স্মারকলিপিও প্রদান করে। স্মারকলিপি গ্রহণ করে ইউএনও বলেন, শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থীদের দাবি এবং স্মারকলিপি আমি পেয়েছি; বিষয়টি দ্রুত জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হবে। স্মারকলিপি প্রদানের পর শিক্ষার্থীরা পুনরায় কলেজের সামনে ফিরে এসে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রিফাত আহমেদ একজন নিষ্ঠাবান, ছাত্রবান্ধব ও আদর্শ শিক্ষক। যুক্তিসংগত কারণ ছাড়া তাকে বদলি করা হলে কলেজে বিজ্ঞান শিক্ষার পরিবেশ ব্যাহত হবে। তারা অভিযোগ করেন, “রিফাত স্যার আমাদের সবচেয়ে কাছের শিক্ষক। তার পড়ানো ও নির্দেশনায় আমরা ভালো ফল করেছি। হঠাৎ করে তার বদলি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা।” বদলি আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আলী বলেন, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি পেয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
গত ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সহকারী অধ্যাপক রিফাত আহমেদকে শ্রীবরদী সরকারি কলেজ থেকে শেরপুর সরকারি মহিলা কলেজে বদলির আদেশ জারি করা হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজে অস্থিতিশীল পরিবেশের আশঙ্কা প্রকাশ করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available