শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের খাড়ামোড়া, রাংগাজান, বালিজুরি ও কোচপাড়া এলাকায় নদী পারাপারের জন্য স্থায়ী সেতুর অভাবে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন। বাঁশের সাঁকো বা নৌকার ওপর নির্ভরশীল থাকায় বৃষ্টি বা নদীর স্রোত বেড়ে গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, নদী পারাপারে সমস্যার কারণে শিক্ষার্থী, রোগী এবং কৃষকরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে বছরের পর বছর ধরে চলমান দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন বলে আশা করছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
শিক্ষার্থী বাবু মিয়া বলেন, স্কুলে যাওয়া কঠিন হয়ে গেছে। বর্ষার সময় নদী পার হতে অনেক ঝুঁকি নিতে হয়। আমরা অনেক দিন ধরে স্থায়ী সেতুর জন্য অপেক্ষা করছি।
কৃষক মো. জামাল উদ্দিন জানান, আমরা আমাদের ধান, সবজি ও অন্যান্য পণ্য বাজারে পাঠাতে পারি না। সেতুর অভাবে কৃষিজমির কাজ অনেক দেরিতে হয় এবং ক্ষতির সম্ভাবনাও থাকে। দ্রুত স্থায়ী সেতু প্রয়োজন।
স্থানীয় ব্যবসায়ী লিমন বলেন, নৌকা ও বাঁশের সাঁকোতে প্রতিদিন পারাপার করতে গেলে অনেক ঝুঁকি নিতে হয়। সেতু না থাকায় আমাদের জীবনযাত্রা স্বাভাবিক হতে পারছে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. মশিউর রহমান জানান, সেতু নির্মাণের জন্য আগের বরাদ্দ ছিল ৯০ মিটার। তবে বুয়েট পরীক্ষক পরামর্শ দিয়েছেন, নদী তীর ও স্রোতের পরিস্থিতি বিবেচনায় স্থায়ী ও টেকসই সেতু তৈরি করতে অন্তত ১৩০ মিটার দৈর্ঘ্যের সেতু প্রয়োজন। ফলে প্রকল্পটি আপাতত স্থগিত রয়েছে।
তিনি আরও জানান, নতুন বরাদ্দ বৃদ্ধি পেলে সেতু নির্মাণের কাজ পুনরায় শুরু করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available