• ঢাকা
  • |
  • সোমবার ৩রা অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:৫৯:০৪ (17-Nov-2025)
  • - ৩৩° সে:

শ্রীবরদীতে চলাচলের পথ সংকুচিত, ভোগান্তিতে ৫ পরিবার

১৭ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৬:৫৬

সংবাদ ছবি

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামে ৫টি পরিবারের প্রায় ২৫ জন মানুষ চলাচলের একমাত্র পথ সংকুচিত হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন। মূল সড়কে ওঠার সরু পথটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। পাশাপাশি পথের বিভিন্ন স্থানে গাছ লাগানো ও ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করায় পথটি আরও সংকুচিত হয়ে গেছে। এতে নারী, শিশু, বৃদ্ধসহ সকলে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না।

Ad

ভুক্তভোগীরা জানান, মানুষের বসবাসের মৌলিক চাহিদার মধ্যে চলাচলের পথ অন্যতম। পথটি বন্ধ বা সংকুচিত হওয়ায় জরুরি মুহূর্তে তারা বড় ধরনের বিপদের মুখে পড়তে পারেন।

Ad
Ad

ময়না বেগম বলেন, ‘পথটি খুবই সরু। নিয়মিত ময়লা ফেলা হয়। এখন আবার গাছ লাগানোয় হাঁটাও কঠিন হয়ে যাচ্ছে।

আছর উদ্দিন বলেন, ‘কারও সঙ্গে বিরোধ নেই। তবুও পথ ব্যবহার করতে গেলেই ঝামেলায় পড়তে হয়।’

সুরজিনা আক্তার বলেন, ‘কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়াই কঠিন হয়ে পড়বে। প্রশাসন দেখলে উপকার হতো।’

এ ছাড়া সুলাইমান, সরিফুলী, কুলছুম ও তমছের আলীসহ অন্যান্য বাসিন্দারাও জানান, পথটি আগের মতো আর ব্যবহারযোগ্য নেই। তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, ‘শুধু একটি পরিষ্কার ব্যবহারযোগ্য পথ চাই।’

রানীশিমুল ও তাতীহাটি ইউনিয়নের ভূমি কর্মকর্তা ইবনে জায়েদ জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড
১৭ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫৮:৩৮











Follow Us