• ঢাকা
  • |
  • শনিবার ১লা অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১০:৫৯:৫৯ (15-Nov-2025)
  • - ৩৩° সে:

জুলাই সনদকে আইনি বৈধতা দিতে গণভোটই একমাত্র পথ: মিয়া গোলাম পরওয়ার

১৫ নভেম্বর ২০২৫ সকাল ০৯:০৬:২৮

সংবাদ ছবি

খুলনা ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিযা গোলাম পরওয়ার বলেছেন, জুলাই চার্টার বা জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ছাড়া বিকল্প নেই। একই দিনে জাতীয় ভোট ও গণভোট আয়োজন জনগণকে বিভ্রান্ত করারই শামিল বলে মন্তব্য করেন তিনি।

Ad

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না দিলে জাতিকে গভীর সংকটে ফেলে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার ভাষণের সংশোধন এনে এখনো এই ভুল সংশোধনের সুযোগ রয়েছে। একই দিনে দু’টি ভোট আয়োজনের সিদ্ধান্তকে অযৌক্তিক ও জনবিরোধী হিসেবে অভিহিত করেন তিনি।

Ad
Ad

১৪ নভেম্বর শুক্রবার রাতে নগরীর দৌলতপুর থানাধীন শহীদ মিনার চত্বরে দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মু. মুশাররফ আনসারীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।

মহানগরী ব্যবসায়ী থানার সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বপনের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, খুলনা জেলা সহকারী সেক্রেটারি গাউসুল আযম হাদী, অধ্যাপক শহীদুল ইসলাম, খুলনা জেলা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ ফকির, মহানগরী সেক্রেটারি রাকিব হাসান প্রমুখ।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
ড্রামের ভেতর পাওয়া মরদেহ রংপুরে দাফন
১৫ নভেম্বর ২০২৫ সকাল ১০:২২:১৯


সংবাদ ছবি
বড়াইগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
১৫ নভেম্বর ২০২৫ সকাল ১০:১২:৫৮


সংবাদ ছবি
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৫ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৪২:১২



Follow Us